ভোক্তাকণ্ঠ ডেস্ক: নেত্রকোণার দুর্গাপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের প্রতিনিধির সমন্বয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স।
অন্যদের মধ্যে আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আকরাম হোসেন খাঁন, প্রেস ক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক মাসুম বিল্লাহ, ডিএসকে মাতৃসদন ও ল্যাবরেটরীর ব্যবস্থাপক ধ্রুব সরকার, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি বিপ্লব মজুমদার, বণিক সমিতির সদস্য সুবল দে, ইউপি সচিব মো. মাজহারুল ইসলাম, ব্যবসায়ী সুমন সাহা প্রমুখ।