ভোক্তাকণ্ঠ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে মূল্য তালিকা না থাকায় দুই দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে পৌর শহরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে প্রদর্শিত মূল্য তালিকা না থাকায় দুই দোকানীকে ৫০০ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করার অপরাধে এক দোকানীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, জনস্বার্থে ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।