ভোক্তাকণ্ঠ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে তিন মাংস দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নালিতাবাড়ী পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি।
জানা যায়, উপজেলা প্রশাসন ভোক্তা সাধারণের জন্য ভালো মানের সুস্থ পশুর মাংস প্রাপ্তি নিশ্চিত করতে শহরের টিএন্ডটি রোড, দক্ষিণ বাজার চেয়ারম্যান রোড ও নালিতাবাড়ী বাজারে মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী তিন মাংসের দোকানীকে এক হাজার করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদেরকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী পশু জবাইয়ের পূর্বে সংশ্লিষ্ট দপ্তর থেকে পশুর সুস্থতার সনদ নিতে নির্দেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. আবু সাঈম।