ভোক্তাকণ্ঠ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়ে তিন দোকানীকে মোট তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলার বালুঘাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
অভিযানে দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে উপজেলার বালুঘাটা বাজারের তিন দোকানীর প্রত্যেককে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।