ভোক্তাকণ্ঠ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে চার পেট্রোল পাম্প মালিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার আড়াইআনী ও গড়কান্দা বাজার এলাকায় পেট্রোল পাম্পগুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
অভিযানে অ-অনুমোদিত নন-স্ট্যান্ডার্ড ওয়েইং স্কেল ব্যবহার করে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পরিমাণ জ্বালানি তেল বিক্রি করার অপরাধে চার পেট্রোল পাম্প মালিককে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ মোতাবেক জরিমানা করা হয়। এতে এফইউ ট্রেডার্স, মেসার্স তুষার এন্টারপ্রাইজ, জোনাব আলী ওয়েল স্টোর ও মেসার্স অপু ট্রেডার্স প্রত্যককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র পরিদর্শক খেলা রাণী করসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।