ফজিলাতুননেছা ফৌজিয়া: নিজেদের তৈরী মাঠাকে সিরাজগঞ্জের বিখ্যাত মাঠা বলে বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার দায়ে বগুড়ায় হিমালয় মাঠা কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার সদর উপজেলার নারুলীতে অবস্থিত কারখানায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
এ সময় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজিলাতুননেছা ফৌজিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।