ফজিলাতুননেছা ফৌজিয়া: বগুড়ার ফতেহ আলী বাজারে ব্যবসায়িক লাইসেন্স ছাড়াই ভ্রাম্যমাণ দোকান দিয়ে ব্যবসা করছিলেন লতিফ ও আতাউর রহমান। গোপন। সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তাদের গোডাউনে হানা দেয় বিশেষ টাস্কফোর্স কমিটি। সেখানে ১৫-১৬ হাজার পিস ডিম পাওয়া যায়। এমন অপরাধে তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে গিয়ে জানা যায়, ডিম বিক্রেতা লতিফ ও আতাউর দু’জনে দীর্ঘদিন ধরে শহরের ফতেহ আলী বাজারে ব্যবসায়িক লাইসেন্স ছাড়াই ভ্রাম্যমাণ দোকান হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মঙ্গলবার তাদের গোডাউনে অভিযান পরিচালনা করলে দেখা যায় প্রায় ১৫-১৬ হাজার ডিম সংরক্ষণ করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
এছাড়াও, ডিম ক্রয়ের কোনো পাকা রশিদ দেখাতে পারেননি। এ কারণে ওই ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। সেই সঙ্গে লাইসেন্স গ্রহণের মাধ্যমে ব্যবসা পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুননেছা ফৌজিয়াসহ পুলিশ সদস্যরা।