ফজিলাতুননেছা ফৌজিয়া: বগুড়ায় অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার সদর উপজেলার মাদলা বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রি করায় ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, তালিকা প্রদর্শন না করায় মুদি দোকানীকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজিলাতুননেছা ফৌজিয়াসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।