শেরপুরে ৪ ফার্মেসীকে জরিমানা

ফজিলাতুননেছা ফৌজিয়া: বগুড়ার শেরপুর উপজেলা হেলথ কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে চার ফার্মেসীকে মোট সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি।

রোববার বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিপুল পরিমাণে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করায় ভোক্তা-অধিকার আইন অনুযায়ী চার ফার্মেসীকে জরিমানা আরোপ করে আদায় করা হয়।

অভিযানে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুননেছা ফৌজিয়াসহ জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।