বগুড়ায় আল আকিজ ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বগুড়ায় মেসার্স আল আকিজ ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মানিকচক এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান।

অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিস্কুটের মোড়ক/প্যাকেট নকল করে পণ্য তৈরী ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়, যা ভোক্তা-অধিকার আইনের পরিপন্থী। এছাড়াও বিএসটিআই, ট্রেড মার্ক ও পেটেন্ট ডিজাইনের অনুমোদন ছাড়াই প্রায় ১২টি পণ্য তৈরী ও বাজারজাত করে আসছিলো প্রতিষ্ঠানটি।

দীর্ঘদিন ধরে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। একইসঙ্গে জব্দকৃত ফয়েল পেপার পুড়িয়ে ফেলা হয়। ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কাজ আর করবে না মর্মে অঙ্গীকার নেয়া হয়।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া, ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের অফিস সহকারী এবং জেলা পুলিশের একটি চৌকশ টিম অভিযানে সহযোগিতা করেন।