ফজিলাতুননেছা ফৌজিয়া: বগুড়ায় অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বগুড়া শহরের নবাববাড়ি রোডে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পঁচা-বাসি খাবার ফ্রিজে রাখা ও উৎপাদনের তারিখ, ওজন, মেয়াদোত্তীর্ণ স্টিকার না লাগানোর জন্য গৌর গোপাল দধি ও মিস্টান্ন ভান্ডারকে ছয় হাজার টাকা এবং নিউ প্রাচীনতম গৌর গোপাল দধি ও মিস্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজিলাতুননেছা ফৌজিয়া ও পুলিশের একটি চৌকস টিম অভিযানে সহযোগিতা করেন।