শিবগঞ্জে কোল্ড স্টোরেজে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বগুড়ার শিবগঞ্জ উপজেলার আর এন্ড আর প‌টে‌টো কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার কা‌শিপুর এলাকায় অবস্থিত ওই কোল্ড স্টোরেজে আলুর মজুদ, সরবরাহ পরিস্থিতি, সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয়, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও পাকা রশিদ নিশ্চিত করতে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকালে বে‌শি দা‌মে আলু বিক্রয়, অ‌বৈধ মজুদদা‌রী ও ক্রয়-‌বিক্রয়ের তথ‌্য কারসা‌জির মাধ‌্যমে বাজার অ‌স্থি‌তিশীল করার প্রমাণ পাওয়ায় আর এন্ড আর প‌টে‌টো কোল্ড স্টোরেজের ব্রোকার রিপন, শাহ আলম ও জা‌হিদকে পু‌লি‌শের নিকট সোপর্দ করা হয়।

এছাড়াও, অভিযান শেষে কোল্ড স্টোরেজ মালিক ও ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয়, সরকার নির্ধা‌রিত আলুর মূল‌্য সম্ব‌লিত ব‌্যানার টাঙা‌নো, আলু ক্রয়-বিক্রয়ের পাকা র‌শিদ সংরক্ষণ এবং আলু কোথায় কার কা‌ছে বিক্রয় করা হ‌চ্ছে তার তথ‌্য সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়ার অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মেজবাউল ক‌রিম, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সা‌র্কেল) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, ‌সি‌নিয়র কৃষি বিপণন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জনস্বার্থে অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

-এসআর