ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়া জেলা কমিটি।
মঙ্গলবার সকাল ১০টায় বগুড়া সাতমাথা জেলা স্কুল চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাবের জেলা সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম।
বগুড়া ক্যাবের সদস্য ও সাংবাদিক মো. নাজমুল আলম খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী শেখ মো. আবু হাসানাত সাঈদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ক্যাবের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আজাদ হোসেন তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেনচার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বগুড়া ক্যাবের সহ-সভাপতি ফজিলাতুন্নেছা ফৌজিয়া, জাতীয় দৈনিক ভোরের চেতনার সাংবাদিক ও বগুড়া ক্যাবের সদস্য ইসমাঈল হোসেন, ব্যবসায়ী আব্দুল হালিম সামস, আপন সামাজিক উন্নয়ন সংস্হার (এনজিও) নির্বাহী পরিচালক মোছা. পারভিন আক্তার।