ফজিলাতুননেছা ফৌজিয়া: বগুড়ার শিবগঞ্জে ডিম বিক্রয়ের রশিদ না থাকায় এক খামারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার উপজেলার রহবলে মেসার্স রাতুল পোল্ট্রি ফার্মে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান।
অভিযানে দেখা যায়, খামারি ক্রেতাকে ডিম বিক্রয়ের কোনো রশিদই প্রদান করছেন না। এমনকি তার কাছে কোনো রশিদ বই-ই নেই। এভাবে ডিম বিক্রয়ের মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করায় ভোক্তা-অধিকার আইনে ফরহাদ হোসেন পলাশ কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাউচার প্রদানের জন্য সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজিলাতুননেছা ফৌজিয়াসহ কমিটির অন্যরা ও পুলিশের একটি টিম।