জ্বালানি রূপান্তর নীতি বাস্তবায়নের দাবিতে ক্যাব বগুড়ার স্মারকলিপি প্রদান

ফজিলাতুননেছা ফৌজিয়া: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও গণস্বাক্ষর সংগ্রহ করেছে ক্যাব বগুড়া জেলার নেতৃবৃন্দ।

সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক হোসনে আফরোজার নিকট স্মারকলিপি প্রদান করেন ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুননেছা ফৌজিয়া, দপ্তর সম্পাদক দৌলতজামান এবং সদস্য লতিকা আক্তার বানু।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জনগণ যেন সঠিক দাম, মাপ ও মানে বিদ্যুৎ এবং প্রাথমিক ও নবায়নযোগ্য জ্বালানি সেবা পায় এবং লুণ্ঠনের শিকার না হয়, বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহের সকল পর্যায়ে স্বচ্ছতা, ন্যায্যতা, সমতা, যৌক্তিকতা ও জবাবদিহিতা তথা জ্বালানি সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর পক্ষ থেকে লুণ্ঠন প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের আমলে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি- ২০২৪ বাস্তবায়ন চায়।