ভোক্তাকণ্ঠ ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে বেশি দামে বীজ আলু বিক্রি করায় ব্র্যাক ও কিষাণ বীজ আলু ডিলার মেসার্স মন্ডল ট্রেডার্স ও এর বিক্রয় প্রতিনিধিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।
ডিলার শাহাদত হোসেন ও বিক্রয় প্রতিনিধি আরিফুর রহমানকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে মন্ডল ট্রেডার্স নির্ধারিত মূল্যের চেয়ে আলু বীজের দাম বেশি দাম নিচ্ছেন। ওই ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা যথাযত ভাবে প্রদর্শন করা ছিলো না।
তিনি বলেন, অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাই। পরে প্রতিষ্ঠানের মালিক শাহাদত হোসেন এবং বিক্রয় কর্মী আরিফুর রহমান দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে উভয়কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ আইনে মোট ৮০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।