পরিমাপে কম দেয়ায় চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ইসলাম এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনকে পেট্রোল পরিমাপে কম দেয়ায় দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সদরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় অফিস।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি।

জানা যায়, স্বরুপনগরের মেসার্স ইসলাম এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনকে পেট্রোল ডিস্পেন্সিং ইউনিটে ১০ লিটারে ৫০ মি. লি. কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, নাগরাজপাড়ার মেসার্স এমদাদুল হক এন্ড সন্স এবং বিশ্বরোডের মেসার্স হোসেন পেট্রোলিয়ামের ডিস্পেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ সাদিক, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী।

জনস্বার্থে বিএসটিআই রাজশাহীর এ রকম কার্যক্রম অব্যাহত থাকবে।