ভোক্তাকণ্ঠ ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিন ডিম ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল।
এ সময় মূল্য তালিকা না থাকায় ডিম ব্যবসায়ী মালঞ্চি বাজারের মাসুদ, দয়ারামপুর বাজারের ইকবাল ও মারুফকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা করে জরিমানা করে আদায় করা হয়। এছাড়াও, কাঁচাবাজারে কাঁচা মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন সবজি বিক্রেতাকে সতর্কতা দেওয়া হয়।
এ ব্যাপারে ইউএনও অনামিকা নজরুল বলেন, এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।