ভোক্তাকণ্ঠ ডেস্ক: নাটোরের নলডাঙ্গায় কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার (পটাশ) বিক্রি করার অপরাধে বিসিআইসি সার ডিলার (পরিবেশক) মো. আকতার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে নলডাঙ্গা বাজারে মেসার্স মণ্ডল অ্যান্ড কোং নামক সারের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল হাসান।
নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস জানান, মো. আকতার হোসেন একজন বিসিআইসি’র তালিকাভুক্ত সার ডিলার। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নলডাঙ্গা বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স মণ্ডল অ্যান্ড কোং নামে দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। বিষয়টি জানতে পেরে দুপুরের দিকে ওই দোকানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়ায় সার বিক্রেতা আকতার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আর যেন বেশি দামে সার বিক্রি না করে সে জন্য সতর্ক করা হয়।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।