ভোক্তাকণ্ঠ ডেস্ক: নাটোরে মেয়াদোত্তীর্ণ, ট্যাগবিহীন পণ্য বিক্রি ও পণ্যের দাম বেশি নেওয়ায় আমানা বিগবাজারসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি।
বৃহস্পতিবার দুপুরে শহরের কানাইখালি ও মাদ্রাসা মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।
এর মধ্যে শহরের কানাইখালি এলাকার আমানা বিগ বাজার নামক ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, মাদ্রাসা মোড় এলাকার রোজা কনফেকশনারিকে পাঁচ হাজার টাকা ও সূর্য সুইটস নামে মিষ্টির দোকানিকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে জেলা বিশেষ টাস্কফোর্সের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদ্রাসা মোড় এলাকার রোজা কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি করতে দেখা যায়। এ অবস্থায় ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় সূর্য সুইটস নামে একটি মিষ্টির দোকানে বিএসটিআই’র লাইসেন্সবিহীন ও ট্যাগ ছাড়াই পণ্য বিক্রির অভিযোগে ১৫০০ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, কানাইখালি এলাকায় আমানা বিগ বাজার নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সরকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ সেনা সদস্যরা।