রাজশাহীতে শিক্ষক-শিক্ষার্থী-স্বেচ্ছাসেবীদের নিয়ে বিএসটিআই’র অভিযান

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীতে শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদেরকে সাথে নিয়ে বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে।

রোববার সকালে শালবাগান বাজারে ভেজাল প্রতিরোধ, গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপের সঠিকতা যাচাইকল্পে বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়।

সার্ভিল্যান্স অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও মিঠুন কবিরাজ। পরীক্ষণের দায়িত্ব পালন করেন আবু তালহা মোহাম্মদ ইস্রাফিল ও মো. আবুল কায়েম।

অভিযানে তরকারি, মাছ ও মাংসের দোকান এবং মুদিখানা দোকানের ওজন স্কেল ও দাঁড়িপাল্লাসমূহের সঠিকতা যাচাই করা হয়। এছাড়া এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহের দ্রব্যমূল্য যাচাই, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং ভেজাল ও নিম্নমানের পণ্য শনাক্তকরণে বাজারে অবস্থিত দোকানসমূহে মনিটরিং করা হয়। এ সময় পরিমাপ সঠিক না থাকায় পাঁচটি দোকানের বাটখারা জব্দ করা হয়। এরপর ফলের দোকানসমূহে তাৎক্ষণিক ভাবে ফরমালিনের উপস্থিতি শনাক্তকরণে পরীক্ষা করা হয়। তবে কোনো ফলেই ফরমালিন পাওয়া যায়নি।

পরবর্তীতে দুটি পেট্রোল পাম্পের ওজন ও পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। এরপর দুপুরে বিসিক শি/ন এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো লিমিটেডের কারখানা পরিদর্শন করা হয়। এ সময় লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি এর লাইসেন্স অতিসত্ত্বর নবায়নের তাগিদ দেওয়া হয় এবং কিছু পণ্যের মোড়ক সংশোধনের পরামর্শ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্র কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার ও মেকাট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. ফিরোজ আলীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিম, সামিদ, জিহান, অর্নব, তুর্য ও অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি মো. তৌফিক আহসান টিটু ও সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ আবিদসহ সংগঠনটির নিবেদিত স্বেচ্ছাসেবীরা।

জনস্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও বিএসটিআই, রাজশাহীর যৌথ উদ্যোগে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।