ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজশাহীতে এবার ভরা মৌসুমে সবজির দাম ছিলো বেশ চড়া। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম। তবে অপরিবর্তিত রয়েছে মাছ, মুরগি, চাল, ডাল, ডিম ও তেলের দাম । পেঁয়াজের বাজারে আগুন লেগে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।
গতকাল শনিবার সপ্তাহের প্রথম দিনে রাজশাহীর সাহেব বাজার কাঁচা বাজার ঘুরে দেখা যায়, আলু বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, বেগুন ৩০-৪০, টমেটো ৫০-৬০ টাকা কেজি, শিম ৫০-৫৫ টাকা কেজি, রসুন ২২০-২৫০ টাকা কেজি, কাঁচামরিচ ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। করলা আগের মতো ৬৫-৭০ টাকা, লেবু প্রতি হালি ১০-১৫ টাকা, কাঁচকলা প্রতি হালি ২৫-৩০ টাকা, প্রতি কেজি মিষ্টিকুমড়া ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
মুরগি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালী ২৮০ টাকা, লেয়ার সাদা ২৭০ আর লেয়ার লালটা ৩০০ টাকা কেজিতে। ডিম বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা হালিতে।
বাজারে গরুর মাংস আগের মতোই ৭২০ থেকে ৭৫০ টাকা প্রতি কেজি এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাসুম আলী নামের এক ক্রেতা জানান, সবজির দাম তো আগেই কয়েকগুণ বেড়েছে। বর্তমানে দাম কিছুটা কমলেও আমার মতো মধ্যবিত্তের নাগালের বাইরে।
আরেক ক্রেতা আব্দুস সালাম বলেন, রমজান মাস আসার আগেই বাজারে তেল, ডাল, ছোলা ও মাছ-মাংসের দাম বেশি। প্রতি সপ্তাহে নিত্যপণ্যের দাম বাড়তেই থাকে। দাম বাড়ার সঙ্গে আয়ের সঙ্গে ব্যয় মেলাতে পারছি না। রোজার আগেই বাজার নিয়ন্ত্রণ করা না গেলে আরও লাগামহীন হয়ে পড়বে।