ভোক্তাকণ্ঠ ডেস্ক: সিরাজগঞ্জে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ১৮৫ কেজি মাছ জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার পোড়াবাড়ি হাটে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন।
সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ১৮৫ কেজি মাছের মধ্যে ২৮ কেজি জাটকা, ৩৫ কেজি আফ্রিকান মাগুর ও ১২২ কেজি পিরানহা মাছ রয়েছে। অভিযান চলাকালে বিক্রি নিষিদ্ধ পাঁচ মাছ ব্যবসায়ীকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়া দেওয়া হয়। পরে জব্দ করা মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বন্টন করে দেওয়া হয়েছে।
এ সময় সিরাজগঞ্জ নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।