ভোক্তাকণ্ঠ ডেস্ক: সিরাজগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহাবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)’র অনুমোদহীন প্রসাধনী রাখা, দেশী মুরগীর মূল্য বেশী লিখে রাখাসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।