ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সিরাজগঞ্জের মুজিব সড়ক চৌরাস্তার মোড়ে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কনজুমারস এসোসিয়েশেন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখা।
ক্যাব সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সাংবাদিক হীরকগুন, ক্লিন সিরাজগঞ্জ গ্রীণ সিরাজগঞ্জের চেয়ারম্যান আশিক আহমেদ, ইডিপির নির্বাহী পরিচালক আবু জাফর খান, প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, ক্যাব কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার অনেক নির্দেশনা ও বিধিবিধান জারি করলেও মাঠ পর্যায়ে যথাযথ তদারকির অভাবে সরকারের অনেকগুলো ভালো উদ্যোগের সুফল জনগণ পায় না। তাই শুধু বিধিমালা তৈরি করলে হবে না। এর মাঠ পর্যায়ে যথাযথ বাস্তবায়নে ও নাগরিক পরীবিক্ষণ জরুরি।
মানববন্ধনে অংশ নেন সময় টিভির জেলা প্রতিনিধি রিংকু কুন্ডু, দেশ টিভির জেলা প্রতিনিধি সায়েম উদ্দিন, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি দীলিপ গৌর, যায় যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোকাদেশসহ অন্যান্য পত্রিকার সাংবাদিকবৃন্দ, ক্যাব সিরাজগঞ্জের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ অন্যন্য সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং ব্যবসায়ীরা।
মানববন্ধন শেষে উপস্থিত সদস্যবৃন্দ মুজিব সড়কের বিভিন্ন দোকানে ভোজ্যতেল বাজারজাতে অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুডগ্রেডবিহীন ড্রাম ব্যবহার কেন নিষিদ্ধ? সম্বলতি লিফলেট বিতরণ করেন।