কাজিপুরে ভোক্তা-অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মো. শফিকুল ইসলাম: সিরাজগঞ্জের কাজিপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও- ভারপ্রাপ্ত) সাবরিন আক্তারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান, শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলার উপদেষ্টা সদস্য পরিমল কুমার তরফদার, সহ-সভাপতি বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন বাবু।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাব কাজিপুরের উপদেষ্টা সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সচিবগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সেমিনারে বক্তারা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে সচেতন করতে করণীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

তারা বলেন, জনগণ ভোক্তা-অধিকার আইন ও অধিকার সম্পর্কে অবহিত না থাকলে এর সুফল থেকে বঞ্চিত হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যাপক প্রচারণা প্রয়োজন। শুধু আইন প্রয়োগ করে পণ্যের ভেজাল রোধ বা ক্রেতা ঠকানো বন্ধ করা সম্ভব নয়। নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের সচেতন হতে হবে। একইসঙ্গে ব্যবসায়ী, বিক্রেতা এবং উৎপাদনকারীদেরও সচেতন করতে হবে।