ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে অবৈধ ভাবে চিনি মজুদ ও মজুদ পণ্যের ক্রয় রশিদ না থাকার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর শহরের প্রেস ক্লাব রোডের তরঙ্গীনি বাণিজ্যালয় ও সিনেমা হল রোড সংলগ্ন বিউটি হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগম।
সে সময় অবৈধ ভাবে চিনি মজুদ ও মজুদ পণ্যের ক্রয় রশিদ না থাকার অভিযোগে তরঙ্গীনি বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী সচিন সরকারকে ৩০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে বিউটি হোটেলের মালিক সাহেব আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, বাজারে চিনির দাম বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী এর সুযোগ নিচ্ছে। পার্বতীপুরে অবৈধ ভাবে বিপুল পরিমাণ চিনি মজুদের অভিযোগে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মজুদ চিনি দ্রুত বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।