ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের হিলি বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, বুধবার একদিনে ৮টি ট্রাকে ৬৯ টন কাঁচা মরিচ আমদানি হয়। এসব মরিচ স্থানীয়দের চাহিদা মিটিয়ে ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে।
বন্দরের তথ্যানুযায়ী, প্রতি টন কাঁচা মরিচ ৫৫০ মার্কিন ডলার মূল্যে আমদানি হচ্ছে। কেজিতে সরকারকে ৩৯ টাকা আমদানি শুল্ক পরিশোধ করতে হয়। এতে করে প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে খরচ পড়ছে ১৫০ টাকার ওপরে। আর পাইকারি আড়তে বিক্রি হচ্ছে ১৯০ টাকা।
হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার কাঁচা মরিচ বিক্রি হয়েছে কেজিতে ১৭০-১৮০ টাকা। শনিবার বিকেলে সেই মরিচ বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকায়। বাজারে সরবরাহ কম থাকায় কেজিতে ৫০-৬০ টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
হিলি বন্দরের কাঁচা মরিচ ক্রেতা জয়নাল আবেদীন বলেন, কয়েক দিনের তুলনায় শনিবার মরিচের দাম বেশি। ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম ৬০ টাকা। দাম একদিন কমলে সাত দিন বাড়ে।
আরেক ক্রেতা তোসারফ হোসেন আক্ষেপ নিয়ে বলেন, কয়েক দিন আগে ২৫০ গ্রাম কাঁচা মরিচ নিয়ে ছিলাম। তখন দাম কিছুটা কম ছিল। আজ শুনি দাম বেশি।
কাঁচা মরিচের পাইকারি ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, দুই দিন আমদানি বন্ধ থাকায় মরিচের দাম কিছুটা বেড়েছে। মরিচ যেহেতু কাঁচা পণ্য তাই এর বাজার সব সময় এক থাকে না। সরবরাহ বেশি থাকলে দাম কমে যায়। সরবরাহ কমলে দাম বাড়ে।