তৌহিদুল ইসলাম: লালমনিরহাটে চালের বস্তায় ছয় তথ্য লেখা থাকতে হবে। সরকারের এ সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে খুচরা ব্যবসায়ী ও মিলারদের কাছে প্রচারণামূলক লিফলেট বিতরণ করছে জেলা খাদ্য বিভাগ।
মঙ্গলবার দুপুরে জেলার বিভিন্ন চাল ব্যবসায়ীদের কাছে ধান-চালের জাতের নাম, প্রস্তুতকারক, জেলা-উপজেলার নাম, নিট ওজন, উৎপাদনের তারিখ, মিল গেট মূল্য এই ছয় তথ্য চালের বস্তায় লেখার বিষয়ে প্রচারণা চালান সদর উপজেলা খাদ্য অফিসার স্বপন কুমার দে।
সদর উপজেলার সেনা মৈত্রী মার্কেটে এ প্রচারণা চালানো হয়েছে।
এ সময় সদর উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক ও ক্যাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।