লালমনিরহাটে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

তৌহিদুল ইসলাম: লালমনিরহাটে অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিং এর সময় জরিমানা আরোপ করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ঔষধের লেভেলে মূল্য না থাকা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য পুরান বাজারে মা ট্রেডার্সকে ছয় হাজার টাকা এবং বিসমিল্লাহ ফার্মেসীকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

পাশাপাশি রেল বাজার এলাকায় নিম্নমানের শিশু খাদ্য বিক্রয় ও খেলনাযুক্ত লেবেল বিহীন খাদ্যপণ্য বিক্রয়ের জন্য রনি স্টোরকে এক হাজার ৫০০ টাকা ও আনিসুর স্টোরকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করার পাশাপাশি আইনি পরামর্শ দেন এ এস এম মাসুম উদ দৌলা।

বাজারে ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষা করা, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয় না করা, দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম না নেওয়া, মানুষ ও গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় না করা ও অবৈধ মজুদ না রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়।

নিরাপদ পণ্য নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তাঅধিদপ্তরের অভিযান চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

অভিযানে সদর থানা পুলিশের দুটি টিম ও চেম্বার অব কমার্স ও ক্যাব লালমনিরহাট কমিটি সার্বিক সহযোগিতা করে।