তৌহিদুল ইসলাম: লালমনিরহাটে লিবা হেলথ কেয়ার এন্ড ক্লিনিককে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম-উদ-দৌলা এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ক্লিনিকে রোগীদের সেবা প্রদানের জন্য আবাসিক মেডিকেল অফিসার অনুপস্থিত ছিলেন। পাশাপাশি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য যথাযথ লাইসেন্স ও নেই তাদের। প্যাথোলজি মনিটরিং করা হলে টেকনোলজিষ্ট বলেন- যন্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি ভুল রিপোর্ট গিয়েছে। দায়িত্বে অবহেলার কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
তিনি আরও জানান, কর্তৃপক্ষকে দায়িত্বশীল হয়ে রোগীর সেবা ও টেস্টগুলো করার জন্য যথাযথ পরামর্শ প্রদান করা হয়েছে। বিষয়টি সিভিল সার্জনকে অবগত করা হয়েছে।
জেলা সেনিটারি ইন্সপেক্টর মো. আজহারুল ইসলামের সহযোগিতায় সদর থানা পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।