তৌহিদুল ইসলাম: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ তদারকি ও পর্যালোচনা বিষয়ে লালমনিরহাটে টাস্কফোর্স কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মাহবুবুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সভায় নিয়মিত বাজার মনিটরিং, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা, ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটির কাজের গতিশীলতা বৃদ্ধি ও তথ্য আদান-প্রদানের সুবিধার্থে Special Taskforce Market Price Control নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়।
সভায় কমিটির সদস্য সচিব জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বেলাল হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, সহকারী কৃষি বিপণন ও বাজারজাতকরন কর্মকর্তা নাসির উদ্দীন , কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, সদস্য খাইরুল ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি সবুজ মিয়া উপস্থিত ছিলেন।
সভায় নিয়মিত বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়।