ভোক্তাকণ্ঠ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম।
তার সঙ্গে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন।
অভিযানে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ মারুফ সেন্ট হাউজে অতিরক্ত দামে মসলা বিক্রি, ক্রয় ও বিক্রয় মূল্যের রশিদ না থাকায় ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুসারে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, বঙ্গবন্ধু সড়কস্থ বিসিক শিল্প নগরীর পাশে অবস্থিত কাঁচা লঙ্কা নামে এক রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোস ও কৃত্রিম রং ব্যবহার এবং বাসি খাবার সংরক্ষণের অপরাধে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে নিয়মিত এমন অভিযান চলবে বলে জানিয়েছেন শামসুল আলম।