মো. গওহর জাহাঙ্গীর রুশো: নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা কমিটি। সোমবার শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির মীর সেলিম ফারুক, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান বসুনিয়া, ক্যাবের সৈয়দপুর উপজেলা সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, ডিমলা উপজেলা সভাপতি মহিবুল ইসলাম মিলন এবং নীলফামারী জেলা বিশেষ টাস্কফোর্সের শিক্ষার্থী প্রতিনিধি ইসমাইল হোসাইন।
এতে সভাপতিত্ব করেন ক্যাবের জেলা সভাপতি মো. গওহর জাহাঙ্গীর রুশো।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ বিপাকে পড়েছে। বাজার দর নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করতে হবে। পাশাপাশি অস্বাস্থ্যকর খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে।
মানববন্ধন শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জেলা প্রশাসকের মাধ্যম স্মারকলিপি প্রদান করেন ক্যাব নেতৃবৃন্দ।