গওহর জাহাঙ্গীর রুশো: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে নীলফামারীতে বাজার তদারকি করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলমের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্র-ছাত্রী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের জেলা প্রতিনিধি, কৃষি অধিদপ্তরের জেলা প্রতিনিধিবৃন্দ বাজার তদারকি করেন।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ক্যাবের সভাপতি মো. গওহর জাহাঙ্গীর রুশোসহ অন্যান্য নেতৃবৃন্দ।