ভোক্তাকণ্ঠ ডেস্ক: রংপুরে সেবা হসপিটালে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করে হসপিটালটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে রংপুর মহানগরীর ধাপ এলাকার সেবা হসপিটালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের আরডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
তিনি বলেন, অভিযানের সময় হসপিটাল কর্তৃপক্ষ তাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া অপারেশন ও পোস্ট অপারেটিভ ব্যবস্থাপনা সঠিক ভাবে করা হয়নি। হসপিটালে কর্তব্যরত নার্সও রেজিস্টার্ড নয়। এছাড়া হসপিটালটির পরিবেশ ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি এমন ভাবে রাখা হয়েছে যা মানবদেহের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, সেবা হসপিটাল কোনো সরকারি নীতিমালা মানছে না। এসব অপরাধে সেবা হসপিটালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানকালে সিভিল সার্জন অফিসের সহকারী সার্জন মো. আখতারুজ্জামানসহ মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।