ক্যাবের কার্যক্রম আরও সম্প্রসারিত করার আহ্বান ভোক্তা ডিজির

ভোক্তাকণ্ঠ ডেস্ক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, ‘ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করার একটি স্বাধীন সংগঠন হলো কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)৷ ক্যাবের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে হবে।’

সোমবার সন্ধ্যার পরে হবিগঞ্জে স্হানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“ভোক্তা অধিকার সংরক্ষণ ও পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগে করণীয় শীর্ষক” আলোচনা সভা যৌথ উদ্যোগে আয়োজন করে ক্যাব হবিগঞ্জ জেলা শাখা ও ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘ভোক্তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে কথা বলার মাধ্যম হলো ক্যাব৷ হবিগঞ্জে ক্যাবকে শক্তিশালী সংগঠনে রুপান্তর করতে হবে৷ সরকারি ভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ক্যাবকে সাথে নিয়ে বাজার মনিটরিং করছে৷’

ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং ক্যাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. দেওয়ান মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোক্তা অধিদপ্তর সিলেটের উপপরিচালক আরিফ মোর্শেদ মিলু, ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক দেবানন্দ সিনহা, কৃষি অধিদপ্তরের সাবেক কর্মকর্তা কৃষিবিদ বীরেন্দ্র লাল রায়, হবিগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হক৷

অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ফরিদ আহমেদ, হবিগঞ্জ জেলা আদালতের এপিপি এডভোকেট আঙ্গুর আলী শাহ, ক্যাব সদস্য ইমতিয়াজ আহমেদ তুহিন, সমাজকর্মী বিজন রায়, ক্যাব সিলেটের সদস্য শাহজাহান সিরাজ, শিক্ষক তাহমিনা বেগম, ক্যাব সদস্য মিজানুর রহমান, আলমগীর হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন প্রমুখ৷

সভায় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানকে ক্যাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়৷