হবিগঞ্জে ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

মো. দেওয়ান মিয়া: হবিগঞ্জে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার হবিগঞ্জ থানা রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ‍্যামল পুরকায়স্হ।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ, বিক্রি নিষিদ্ধ ফিজিসিয়ান সেম্পল পাওয়ায় ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ‍্য রাখায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হবিগঞ্জের সভাপতি মো. দেওয়ান মিয়া ও জেলা আইন-শৃঙ্খলা বাহিনীর একটি টিম অভিযানে সহযোগিতা করেন।