ভোক্তাকণ্ঠ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে সাতটি প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করে আদায় করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার মুন্সিবাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজওয়ান।
অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট সাতটা মামলায় সাত হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
এ সময় প্রশাসনকে সহযোগীতা করেন কমলগঞ্জ থানার এসআই অনিকের নেতৃত্বে পুলিশের একটি টিম।