ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোক্তার স্বার্থ সংরক্ষণে অংশীজনের সাথে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)-এর জেলা কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা ক্যাবের সভাপতি অ্যাডভোকেট নাসিরুল হক আফিন্দির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমান দাস, ডেপুটি সিভিল সার্জন ড. সুকদেব সাহা, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি জামিল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, খুচরা পর্যায়ে সুনামগঞ্জে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, সাদা মোগর প্রতি কেজি ১৯০ টাকা এবং সোনালী মোরগ প্রতি কেজি ২৯০ টাকা বিক্রি করতে হবে।
জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর সঞ্চালনয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন।
বাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দিন, জেলা মার্কেটিং অফিসার অনুপা চক্রবর্তী।
আরও বক্তব্য রাখেন, জেলা বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতাল সমতিরি সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলী, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু মুফিয়না, জেলা প্রেস ক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা তথ্য অফিসার আব্দুস ছত্তার প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, দেওয়ান তাছাদ্দুদ রাজা ইমন, দপ্তর সম্পাদক বিকাশ রঞ্জন তালুকদার, পানসি রেস্টুরেন্টের ডিরিক্টর সুজাত আহমদ, দিরাই উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক শামছুল ইসলাম খেজুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ প্রমুখ।
সভায় জেলা ড্রাগিস্ট এণ্ড ক্যামিস্ট সমিতি, গরুর মাংস ব্যবসায়ী, মোরগ ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।