অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ অসাধু ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার উপজেলার ধর্মপাশা বাজার, বাদশাগঞ্জ বাজার এবং পাইকুরাটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. অলিদুজ্জামান।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, মো. জহিরুল ইসলাম (২৪), আবুল কালাম (৫০), মোয়াজ্জেম কবির শুভ (২৮), শামীম আহমেদ (৪০) ও মিন্টু মিয়া।

ধর্মপাশা উপজেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, সিলিন্ডার স্টক থাকা সত্ত্বেও বিক্রি না করাসহ বিভিন্ন অপরাধে পাঁচ জন ব্যবসায়ীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. অলিদুজ্জামান বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রশাসনের নজরদারি অব্যাহত থাকব।