ভোক্তাকণ্ঠ ডেস্ক: সুনামগঞ্জে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে শহরের সবজি বাজার, মোরগের হাট, ফলের বাজারে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।
জানা যায়, বেলা ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের একটি দল শহরের পুরাতন জেলা রোডে তারা মিয়া স্টোর নামের একটি মুদি দোকানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য দেখতে পান। পরে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীকে খবর দেয়। খবর পেয়ে ক্যাবের সাধারণ সম্পাদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনকে নিয়ে সেখানে উপস্থিত হন।
শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ওই মুদি দোকানের মালিক তারা মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করে মেয়াদোত্তীর্ণ পণ্য ধংস করা হয়।
পরে একই বাজারে জহির ভোরাইটিজ স্টোরে অভিযান চালিয়ে নষ্ট মালামাল রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরীসহ সাধারণ শিক্ষার্থীদের টিম উপস্থিত ছিল।
পরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে মোরগের বাজার ও ফলের বাজারে অভিযান চালিয়ে ফল ব্যবসায়ী আমিরুল ইসলামকে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য না থাকার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এমন অভিযান চলবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।