সুনামগঞ্জে দুই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা

শাহজাহান চৌধুরী: সুনামগঞ্জে দুটি ব্রেড এণ্ড বিষ্কুট কারখানাকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে সুনামগঞ্জের শিল্প নগরী বিসিকে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এ অভিযান পরিচালনা করেন।

কারখানা দুটির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার দায়ে ইয়াছিন ফুডসকে ১০ হাজার টাকা এবং মেঘনা ফুডসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা-অধিদপ্তর, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত অভিযানে অংশ নেন সুনামগঞ্জ বিসিকের উপ-ব্যবস্থাপক এম এন এম অসিফ, জেলা ক্যাবের সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহজাহান চৌধুরীসহ সাধারণ শিক্ষার্থীদের একটি দল।