ভোক্তাকণ্ঠ ডেস্ক: সিলেটে পাকা মেমো ও মূল্য তালিকা না থাকার কারণে তিন প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে বিশেষ টাস্কফোর্স।
সোমবার সিলেট শহরের রিকাবিবাজারে টাস্কফোর্সের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়াসহ টাস্কফোর্সের সকল কর্মকর্তাগণ।
অভিযানে মেসার্স আব্দুল মতিন পোল্টি আড়তে পাকা মেমো না থাকার কারণে ২০ হাজার টাকা, মেসার্স আমানা ট্রেডার্স ডিমের আড়তে পাকা মেমো না থাকা এবং মূল্য তালিকা না থাকার কারণে ৫ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ স্টোরে পাকা মেমো না থাকা এবং মূল্য তালিকা না থাকার কারণে তিন হাজার টাকাসহ মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি হিসেবে সঙ্গে ছিলেন আতেফ চৌধুরী।