ভোক্তাকণ্ঠ ডেস্ক: সিলেটে বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা করে আদায় করেছে বিশেষ টাস্কফোর্স। শনিবার নগরীর সুবহানীঘাটে অবস্থিত বৃহত্তম কাঁচা বাজার সিলেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী মার্কেটে তদারকি করা হয়।
বাজার তদারকিকালে মূল্য তালিকা না থাকা এবং পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পাকা রশিদ ব্যবহার না করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়াও অন্য সকল প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
তদারকিকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদের ব্যবহার নিশ্চিত করা এবং যৌক্তিক লাভে ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী, ভোক্তা ও অন্যান্য অংশীজনের মধ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয়।