চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসীরা ১ হাজার ৬৪৭ মিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বা ৪৫৫ মিলিয়ন ডলার কম।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে রেমিটেন্স কম এসেছে ৪ শতাংশ। সেপ্টেম্বর রেমিটেন্স এসেছিল ১ হাজার ৭২৭ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ দশমিক ০৫ বিলিয়ন ডলার। যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম। গেল অর্থবছরে প্রথম চার মাসে দেশে এসেছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
২০২০ সালের মার্চে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর বৈধপথে রেমিটেন্স বাড়তে শুরু করেছিল। সম্প্রতি করোনার প্রকোপ কমে যাওয়ার পাশাপাশি মানুষের বিদেশ ভ্রমণ বেড়ে যাওয়ায় আবারও কমতে শুরু করেছে রেমিটেন্স। ফলে সরকারের ২ শতাংশ প্রণোদনার সঙ্গে কয়েকটি ব্যাংকের বাড়তি ১ শতাংশ প্রণোদনা দিয়েও বৈধপথে রেমিটেন্সের প্রবৃদ্ধির ধারা ব্যাহত হচ্ছে।