অর্থনীতি ডেস্ক: ২০২০-২১ অর্থবছরের প্রথম মাসের নয়দিনেই ৭৫ কোটি ডলারের রেমিটেন্স এসেছে দেশে। গত অর্থ বছরের জুন থেকেই প্রবাসীদের পাঠানো বেশি রেমিটেন্স অব্যহত আছে।
কোরবানির ঈদকে সামনে রেখে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ ব্যাংক রোববার রেমিটেন্সের তথ্য প্রকাশ করেছে, তথ্যে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের নয়দিনে (১-৯ জুলাই) ৭৪ কোটি ৬৪ লাখ ডলার রেমিটেন্স এসেছে।
মাসের ১ম দিন ছুটি থাকায় রেমিটেন্স যোগ না হলেও পরের দিন ২ জুলাই ১১ কোটি ৯২ লাখ ডলার রেমিটেন্স আসে। আর পরের সপ্তাহে (৫-৯ জুলাই) ৬২ কোটি ৭৩ লাখ ডলার রেমিটেন্স আসে।
গত ২০১৯-২০ অর্থবছরে মোট এক হাজার ৮২০ কোটি ৫০ লাখ (১৮.২০ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
জুনের মতো জুলাই মাসেও ভালো রেমিটেন্স আসসে বলে ধারণা করলেও পরের মাসগুলো নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন অর্থনীতিবিদরা।
এই রেমিটেন্সের কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।
রেমিটেন্সের গতি ধরে রাখতে গত অর্থবছরে দুই শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। নতুন অর্থবছরেও সেটা অব্যাহত রাখা হয়েছে।