অনলাইন ডেস্কঃ
মাত্র দুই সপ্তাহের ব্যাবধানে সব ধরনের চালের দাম কেজিতে এক থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। চালকলমালিকেরা বলছেন, ধান-চালের ব্যাবসার সাথে সম্প্রতি নতুন এক মজুতদার গোষ্ঠী যুক্ত হয়েছেন। অন্যান্য খাতের ব্যাবসায়ীরা নতুন করে ধান চালের ব্যাবসায় যুক্ত হয়ে ধান-চাল মজুত করছে। এতে দাম বাড়ছে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, ‘এই সময়ে চালের দাম এতটা বাড়ার কথা নয়। পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ মজুত করছে কি না, সে বিষয়টি অনুসন্ধান শুরু করেছি। প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।’
দেশের প্রধান ধান-চালের পাইকারি বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, চালকলগুলো প্রতি সপ্তাহে দাম বাড়াচ্ছে। বর্তমানে প্রতি মণ মোটা ধান বিক্রি হচ্ছে ৮৫০ থেকে সাড়ে ৯৫০ টাকায়, প্রতি মণ সরু চাল বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকায়।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, সরকারি গুদামগুলোতে প্রায় ৮ লাখ ৮১ হাজার টন চাল এবং ২ লাখ ৯৮ হাজার টন গম মজুত আছে। মাত্র এক সপ্তাহের ব্যাবধানে সরু চালের দাম আড়াই শতাংশ বেড়েছে।