ভোক্তাকণ্ঠ ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভা নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৮ ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দেব সই করা একটি চিঠি আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের কাছে পাঠিয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বিধান সভার নির্বাচনকে কেন্দ্র করে বুধবার ও বৃহস্পতিবার এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় স্থলবন্দর দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আগামী শনিবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে আমাদের ব্যবসায়ী কার্যক্রম চলবে।