ভোক্তাকণ্ঠ ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও দরপতনের মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচক ওঠানামার শেষ এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩ পয়েন্ট। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক পতন থেকে রক্ষা পেয়েছে।
ডিএসইতে সূচক পতনের পাশাপাশি ভয়াবহভাবে কমেছে লেনদেনও। আগের দুদিনের ধারাবাহিকতায় কমতে কমতে সোমবার (২০ মার্চ) ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩৪৪ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকা। অথচ এক সপ্তাহ আগেও ডিএসইতে লেনদেন হয়েছে ৭শ কোটি টাকার বেশি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর প্রাইসের কারণে ২ শতাধিক কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে না। এ কারণে ক্রেতাহীন হয়ে দিন দিন লেনদেনের গতি কমছে। দ্রুত এই অবস্থার উন্নতি প্রয়োজন।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। অপর দিকে সিএসইতে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।
এর ফলে গত বৃহস্পতিবার উত্থানের পর রোববার ও সোমবার টানা দুদিন শেয়ারবাজারে দরপতন হলো।
ডিএসইর তথ্যমতে, আজ ডিএসইর মোট ৪ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। তাতে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১০৭কোটি ৬২ লাখ টাকা।
এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৯ পয়েন্টে, ডিএসই ৩০ সূচক ১ দশমিক ৯৬ পয়েন্ট কমে ২ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩২০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫১টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৩৫টির কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩২৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ সিএসইতে ১৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত আছে ১২০টির দর।
দিন শেষে সিএসইতে ৮ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ৩৮২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৩৯৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।